দেশ ও জনগোষ্ঠীর পরিচয় [ অধ্যায়-১ ] অতিসংক্ষিপ্ত প্রশ্নাবলি ও উত্তর

১। বাংলাদেশের আয়তন কত?

উত্তর : বাংলাদেশের আয়তন ১,৪৭,৫৭০ বর্গ কি.মি. ।

২। ভূ-প্রাকৃতিক বৈশিষ্ট্য অনুসারে বাংলাদেশকে কতটি ভাগে ভাগ করা যায়? [জা.বি. ২০১৪বর্ষ]

উত্তর : ভূ-প্রকৃতিগত বৈশিষ্ট্য অনুযায়ী বাংলাদেশকে তিন ভাগে ভাগ করা যায় ।

৩। বাংলাদেশের বৃহত্তম পাহাড় ও উচ্চতম বা সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কোনটি? [জা.বি. ২০১৫]

উত্তর : বাংলাদেশের বৃহত্তম পাহাড় হলো গারো পাহাড়, ময়মনসিংহ জেলায় অবস্থিত এবং উচ্চতম বা সর্বোচ্চ পর্বতশৃঙ্গ তাজিং ডং যার অপর নাম বিজয় বা মদক মুয়াল; রুমা, বান্দরবান জেলায় অবস্থিত।

৪। কোন প্রাচীন গ্রন্থে বাংলার নাম পাওয়া যায়? [জা.বি. ২০১৫]

উত্তর : বৈদিক সাহিত্য ‘ঋগ্বেদের' ঐতরেয় আরণ্যক' গ্রন্থে পাওয়া যায় ।

৫। সংকর জাতি কাকে বলে?

উত্তর : বিভিন্ন নরগোষ্ঠীর সমন্বয়ে গঠিত মানব জাতিকে সংকর জাতি বলে ।

৬। জনপদ কী?

উত্তর : প্রাচীনকালে সমগ্র ভূখণ্ড ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত ছিল। বিভিন্ন জনগোষ্ঠীর নামানুসারের এগুলো জনপদ হিসেবে গড়ে উঠে

৭। 'বঙ্গ' জনপদটি কোন অঞ্চল নিয়ে গঠিত হয়েছিল?

উত্তর : বঙ্গ জনপদটি যেসব অঞ্চল নিয়ে গঠিত হয়েছিল সেগুলো হলো- বৃহত্তর ঢাকা, ফরিদপুর, যশোর, বরিশাল ও পটুয়াখালী ।

৮। প্রাচীন বাংলার কোনো জনপদের নাম 'বাংলাদেশ' নাম হয়েছে?

উত্তর : বঙ্গ ও বাঙাল জনপদ থেকে।

৯। আকবরের শাসনামলে বাংলা কি নামে অভিহিত হতো?

উত্তর : সুবা-ই-বাংলা নামে অভিহিত হতো ।

১০। আইন-ই-আকবরী গ্রন্থটির রচয়িতা কে?

উত্তর : আইন-ই-আকবরী গ্রন্থটির রচয়িতা শেখ আবুল ফজল।

১১। বাংলার জনপদগুলো নাম লেখ ।

উত্তর : বঙ্গ, পুণ্ড্র, সুহ্ম বা রাঢ়, গৌড়, সমতট, বরেন্দ্র, হরিকেল ইত্যাদি ।

১২। পুণ্ড্র কী?

উত্তর : বাংলার একটি প্রাচীন জনপদ ।

১৩। বাংলাদেশের আদি জনপদের অধিবাসীরা কোন জাতির অন্তর্ভুক্ত?

উত্তর : অস্ট্রালয়েড বা অস্ট্রিক।

১৪। বাঙালিদের উপর কোন নরগোষ্ঠীর প্রভাব সবচেয়ে বেশি?

উত্তর : অস্ট্রিক নরগোষ্ঠীর। 

১৫। পৃথিবীর বৃহত্তম ব-দ্বীপ কোনটি?

উত্তর : পৃথিবীর বৃহত্তম ব-দ্বীপ হলো- বাংলাদেশ।

১৬। বাংলাদেশের দীর্ঘতম নদীর নাম কী?

উত্তর : বাংলাদেশের দীর্ঘতম নদীর নাম মেঘনা (দৈর্ঘ্য ৬৬৯ কি. মি.) 

১৭। “বাংলার ইতিহাস রচনা করেছে বাংলার নদনদী” উক্তিটি কার?

উত্তর : নীহার রঞ্জন রায় ।

১৮। বাংলা সাহিত্যের প্রাচীন নিদর্শন কোনটি?

উত্তর : বাংলা সাহিত্যের প্রাচীন নিদর্শন হলো- চর্যাপদ।

১৯। চর্যাপদ কোথায় পাওয়া যায়?

উত্তর : নেপালের রাজ দরবারে।

২০। বাংলা ভাষার উদ্ভব হয়েছে কোন ভাষা থেকে?

উত্তর : ইন্দো-ইউরোপীয় ভাষা থেকে ।

 ১৫। "বাংলার ইতিহাস রচনা করেছে বাংলার নদনদী” —উক্তিটি কার?

উত্তর : উক্তিটি নীহার রঞ্জন রায়ের।

১৬। বাংলা ভাষার উদ্ভব হয়েছে কোন ভাষা থেকে? 

উত্তর : বাংলা ভাষার উদ্ভব হয়েছে ইন্দো-ইউরোপীয় ভাষা থেকে।

১৭। পদ্মা নদী কোথায় মেঘনার সাথে মিলিত হয়েছে? 

উত্তর : চাঁদপুরে। 

১৮। বাংলা সাহিত্যের প্রাচীন নিদর্শন কোনটি? 

উত্তর : বাংলা সাহিত্যের প্রাচীন নিদর্শন হলো- চর্যাপদ ।

১৯। চর্যাপদ কোথায় পাওয়া যায়?

উত্তর : চর্যাপদ নেপালের রাজ দরবারে পাওয়া যায়।

২০। বাংলাদেশের উপর দিয়ে কোন ভৌগোলিক রেখা অতিক্রম করেছে?

উত্তর : বাংলাদেশের উপর দিয়ে কর্কট ক্রান্তি ভৌগোলিক রেখা অতিক্রম করেছে।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url